বার্তাবাংলা রিপোর্ট :: ভারতের তামিলনাড়ু প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা। যাকে রাজ্যবাসী ‘আম্মা’ বলেই ডাকে। আর সেই ‘আম্মা’কে জেলে নেয়ার প্রতিবাদে আত্মহত্যা পর্যন্ত করেছে অনেক ভক্ত। এবার সেই ‘আম্মা’র নামে বাজারে মোবাইল আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বন্ধ হয়ে যাওয়া প্ল্যান্টে মোবাইল তৈরি করতে চাইছে নোকিয়ার কর্মীরা। কিছুদিন আগেই ট্যাক্স নিয়ে সমস্যার জেরে বন্ধ হয়েছে নোকিয়ার এই প্ল্যান্ট।
তাই শ্রীপেরুবুদুর প্ল্যান্টের কর্মীরা নতুন করে মোবাইল তৈরির জন্য রাজ্য সরকারের কাছে যায়। সেখানে সরকারের তত্ত্বাবধায়নেই তৈরি করা হবে আন্তর্জাতিকমানের মোবাইল। আর সেই মোবাইলের ব্র্যান্ড হবে ‘আম্মা’ মোবাইল।
হবেই বা না কেন? আম্মার নাম বেছে যদি পানি আর নবণের (আম্মা পানি, আম্মা নূন) বাম্পার ব্যবসা করা যায়, মোবাইল হলে তো ফাটিয়ে দেয়া যাবে। আম্মার প্রতি রাজ্যের লোকগুলোর আবেগটাকে কাজে লাগিয়েই এই মোবাইল বাজারে এনে ব্যবসা করতে চাইছে সংস্থাটি।
মঙ্গলবার এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও হয়েছে সংস্থার কর্মীদের। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মোবাইলের দাম নির্ধারণ করা হবে নূন্যতম ৯০০ টাকা।