গত শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে ‘ডাটাভক্সসেল লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান ‘স্যাম’ (শেয়ার আ মোটরসাইকেল) নামের একটি অ্যাপ্লিকেশনের কথা জানায় যার মাধ্যমে মোটরসাইকেল ভাড়ায় চালানোর ও ভাড়া নেয়ার কথা উল্লেখ করা হয়।
বার্তাবাংলায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যাপটি ব্যবহার করে যাত্রীরা মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু বাংলাদেশি ও ভারতীয় প্রকৌশলী মিলে অ্যাপটি তৈরি করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, স্যাম অ্যাপটি রাইডারের (যাত্রী) সঙ্গে বাইকারের (ব্যক্তিগত মোটরসাইকেলের মালিক) সংযোগ করিয়ে দেবে। বাইকার ও রাইডার স্যাম অ্যাপ্লিকেশন ব্যবহার করে একই গন্তব্যে পৌঁছাতে পারবে। যাত্রীরা তাদের টাকাও পরিশোধ করতে পারবে এই অ্যাপের মাধ্যমে। এই সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিআরটিএ।
ওই খবরের প্রতিবাদ জানিয়ে বিআরটিএর প্রতিবাদে বলা হয়েছে, এ সংবাদ প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং বিআরটিএতে এ বিষয়ে বিভিন্ন জায়গা থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হচ্ছে। মোটরসাইকেল ‘প্রাইভেট’ হিসেবে নিবন্ধন দেওয়া হয়। প্রাইভেট নিবন্ধিত কোনো মোটরযানের বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেল ‘প্রাইভেট’ হিসেবে নিবন্ধন দেওয়া হয়। প্রাইভেট হিসেবে নিবন্ধিত কোনো মোটরযানের বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ বেআইনি। বিদ্যমান আইন ও বিধিমোতাবেক মোটরসাইকেলকে বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে নিবন্ধন প্রদানের কোনো সুযোগ নেই। অথচ প্রচলিত বিবিবিধান সম্পর্কে সম্যক ধারণা না নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘রাজধানীতে ভাড়ায় চলবে মোটরসাইকেল’ ধরনের ঘোষণা সম্পূর্ণ অবৈধ। তা ছাড়া রাজধানীতে ভাড়ায় মোটরসাইকেল চলাচলের বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের আইন ও বিধিবহির্ভূত সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকবে বলে বিআরটিএর পক্ষ থেকে আশা করা হয়েছে।
