বার্তাবাংলা রিপোর্ট :: এই পৃথিবীটাকে কতই না বিশাল মনে হয় আমাদের। বিশাল এই পৃথিবী, বিশাল আকাশ, বিশাল গাছপালা আর পাহাড়-পর্বত। আর এই বিশালত্বের মাঝে কতই না ক্ষুদ্র আমরা! কিন্তু আসলেই কি? নিজেদের আমরা যতটা ক্ষুদ্র ভাবে আমরা কি ততটা ক্ষুদ্র, নাকি আরও বেশি? আসলেই কি মহাবিশ্বে নিজেদের অবস্থানটা আন্দাজ করতে পারি আমরা? অনুধাবন করতে পারি?
সত্য জবাবটা হচ্ছে, নিজেদের ধারণার চাইতেও অনেক অনেক বেশি ক্ষুদ্র আমরা। অনেকেই হয়তো ভাবেন যে পৃথিবীটাই এই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র। কিন্তু সত্যটা হচ্ছে, পৃথিবী বিশাল মহাকাশের বুকে একটা মাঝারি আকারের গ্রহ কেবল। এই সৌরজগতেই পৃথিবীর চাইতে বড় বড় সব গ্রহ আছে, নক্ষত্র আছে। এবং সত্যি বলতে কি, আমাদের এই সৌরজগতের মত ট্রিলিয়ন ট্রিলিয়ন সৌরজগতের অস্তিত্ব আছে মহাকাশের বুকে। বলাই বাহুল্য যে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, ঠিক আমাদের সূর্যের মতই।
কিছুই বোঝা গেল না? আসলে এই ব্যাপারটি এটি বিশাল যে ভাষায় ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না। মহাকাশে যাদের আগ্রহ আছে, দেখতে পারেন এই ভিডিওটি। হয়তো এই বিশ্বব্রহ্মাণ্ডে নিজেদের ক্ষুদ্রতা একটু হলেও অনুধাবন করতে পারবেন।