তাসনুভা জেরিন :: সারাবিশ্বের মানুষ স্মার্ট ফোন ও ট্যাবের দিকে ঝুঁকছে তখন মোবাইল কোম্পানিগুলোর মূল লক্ষ্য হচ্ছে এই ফোন ও ট্যাবগুলোকে বিভিন্ন রকম অ্যাপের যোগান দেয়া। হাইব্রিড অ্যাপ হল এমন এক ধরণের অ্যাপ যারা একাধিক প্ল্যাটফর্মে চলতে পারে। হাইব্রিড অ্যাপের ট্রেন্ডটা খুব বেশি পুরনো নয় কিন্তু অদূর ভবিষ্যতেই বাড়তে পারে এর চাহিদা। এই লক্ষ্যকে মাথায় রেখেই গত ১২ জুলাই, শনিবার হাবঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল হাইব্রিড অ্যাপ ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপ। ওয়ার্কশপটির আয়োজন ছিল লেটস লার্ন কোডিং- এর টীম (https://www.facebook.com/LetsLearnCoding)
ওয়ার্কশপটি শুরু হয় আনাম আহমেদের সেশন দিয়ে যা অংশগ্রণকারীদের শেখায় ফোনগ্যাপের মাধ্যমে কিভাবে হাইব্রিড অ্যাপ্লিকেশন বানানো সম্ভব। পরবর্তীতে বিকেল চারটা পর্যন্ত চলে আরো বেশ কিছু সফল সেশন যার বক্তারা ছিলেন অনিরুদ্ধ অধিকারী, সুমন সেলিম, গোর্কি গোর্কি সাখাওয়াত্ত সোবহান এবং আহমাদ ফিরোজ। এসব সেশনে শেখানো হয় ফোনগ্যাপে প্লাগিনের ব্যবহার, ইউজার এক্সপেরিয়েন্স এবং ইউজার ইন্টারফেসের উন্নয়ন ইত্যাদি।
ওয়ার্কশপটির টেকনিক্যাল পার্টনার ছিল Kodeeo, KrossWare এবং আউটরীচ পার্টনার ছিল- Bangladesh Youth Empowerment Society (BYES), AHMHD, CodeandPencil. ওয়ার্কশপটি ঢাকার ডেভেলপারস কম্যুনিটিতে ফেলে দিয়েছে যথেষ্ট পরিমাণ সাড়া। এটার অর্গানাইজাররা বলেছেন, এই ওয়ার্কশপটির পর অংশগ্রহণকারীরা পারবে নিজেরাই হাইব্রিড অ্যাপ বানাতে।
ইভেন্টের ভেন্যু পার্টনার হিসেবে ছিল হাবঢাকা। হাবঢাকা(http://hubdhaka.com/) একটি কোওয়ার্কিং-এর জায়গা যা ফ্রীল্যান্সার, স্টার্ট-আপ, ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবহার করতে পারবেন প্রফেশনাল মীটিং-এর জায়গা, ইভেন্টের ভেন্যু হিসেবে।

