বার্তাবাংলা ডেস্ক »

easypaywayবার্তাবাংলা রিপোর্ট :: সাফল্যের সঙ্গে দু বছর পার করলো EasyPayWay। বাংলাদেশে বাজারব্যবস্থাপনায় EasyPayWay.com এরই মধ্যে এনেছে বিশাল পরিবর্তন। প্রতিষ্ঠানটির অনলাইন লেনদেন গেটওয়ে ব্যবহার করে সাফল্য পেয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান। শনিবার প্রতিষ্ঠানটির দু বছর পূর্তি উপলক্ষ্যে সাতজন নতুন গ্রাহকের জন্য দেওয়া হয় বিশেষ ছাড়। এ প্রসঙ্গে EasyPayWay-এর কর্মকর্তা তৈয়বুর রহমান (তুহিন) বলেন, আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে ই-কমার্স ব্যবসা দ্রুত এবং নিরাপদে অনলাইনে বাংলাদেশ ও আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড প্রক্রিয়াকরণ করতে সক্ষম! তাই ই-কমার্স ব্যবসায় এখন অতি পরিচিত একটি নাম EasyPayWay। তিনি জানান, এটি The Codero Limited-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রাহকের লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ ও আরামদায়ক করতেই আজ থেকে দুই বছর আগে এই প্রতিষ্ঠানের জন্ম । গত দুই বছর ধরে আমরা ই-কমার্স ব্যবসায় সফলতার সহিত সেবা দিয়ে আসছি । এ জন্য আমরা আমাদের সকল গ্রাহকের কাছে কৃতজ্ঞ ও শুভেচ্ছা জানাই । আমাদের গ্রাহকদের সফলতাই আমাদের সফলতা ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »