বার্তাবাংলা ডেস্ক :: ইন্টারনেট সেবা দিতে প্রথাগত টাওয়ার কিংবা স্যাটেলাইটের বদলে গুগল বেছে নিয়েছে বেলুন। সম্প্রতি বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে ওয়াইফাই সম্প্রচার যন্ত্রপাতিসংবলিত একটি বেলুন পাঠায় বিশ্বের শীর্ষ ইন্টারনেটভিত্তিক সেবা প্রতিষ্ঠানটি। তাদের দাবি, টাওয়ার কিংবা স্যাটেলাইটের তুলনায় এ ব্যবস্থায় স্বল্প খরচে বিশ্বের যেকোনো স্থানে ওয়াইফাই সংযোগ দেয়া সম্ভব হবে। খবর বিবিসির।
গুগল জানায়, কয়েক দিনের মধ্যে আরো ৩০টি এ ধরনের বেলুন ঊর্ধ্বাকাশে পাঠানো হবে। নিউজিল্যান্ড থেকে উেক্ষপিত বেলুনগুলো বিশেষ কক্ষপথ ধরে নির্ধারিত স্থানগুলোয় যাবে। এ বেলুনগুলো থেকে থ্রিজি নেটওয়ার্কের সমগতির ওয়াইফাই সেবা দেয়া হবে। প্রাথমিকভাবে নিউজিল্যান্ডের বিভিন্ন স্থানে ৫০টি দল বেলুনগুলোর সম্প্রচারের কার্যকারিতা পরীক্ষা করে দেখবে।
গুগল জানায়, প্রথম দিকে এ বেলুনগুলোর সংযোগ পেতে একটু সমস্যা হতে পারে। তবে বছরখানেকের মধ্যে সারা বিশ্বে স্বল্প খরচে অনায়াসে এ ধরনের সেবা পৌঁছে দেয়া যাবে। এতে সবচেয়ে উপকৃত হবেন দুর্গম অঞ্চলে বসবাসরত ইন্টারনেট সেবা গ্রহণকারীরা।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার তত্পরতা চালাতে সহায়ক ভূমিকা রাখতে পারবে এ বেলুনগুলো। অধিকাংশ সময় দেখা যায়, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগের কারণে ভূমিতে অবস্থিত যোগাযোগ যন্ত্রগুলো বিকল কিংবা ধ্বংস হয়ে যায়। তখন বিকল্প হিসেবে বেলুনভিত্তিক যোগাযোগ উদ্ধারকর্মীদের মূল অস্ত্র হিসেবে কাজে লাগতে পারে।
তবে কিছু যোগাযোগ বিশেষজ্ঞ গুগলের এ প্রকল্পের কার্যকারিতা নিয়ে সন্দিহান। তাদের মতে, একই সঙ্গে হাজার হাজার উড্ডীয়মান বেলুন নিয়ন্ত্রণ করে কার্যকর সেবা দেয়া খুবই কঠিন বলে প্রমাণিত হতে পারে।
গুগল অবশ্য জানায়, প্রজেক্ট লুন নামে পরিচিত উদ্যোগটি প্রাথমিকভাবে পুরোটাই পরীক্ষামূলক। অত্যন্ত স্থিতিস্থাপক প্লাস্টিক দিয়ে তৈরি বেলুনগুলো বাতাসের চেয়েও হালকা গ্যাসে পরিপূর্ণ থাকবে। এতে তাপমাত্রায় ওঠানামা হলেও বেলুনগুলোর উড্ডয়ন উচ্চতার কম-বেশি হবে না।
১৫ মিটার প্রস্থের প্রতিটি বেলুনে রয়েছে রেডিও অ্যান্টেনা, ফ্লাইট কম্পিউটার, উচ্চতা নিয়ন্ত্রণ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল। প্রতিটি বেলুন গড়ে দুই বছরের বেশি সময় আকাশে থাকবে বলে আশা গুগলের।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »