লিহান লিমা বিশ্বের প্রথম হাইড্রোজেন ইঞ্জিনচালিত পরিবেশবান্ধব ট্রেন উন্মুক্ত করল ইউরোপিয় রেলওয়ে নির্মাতা প্রতিষ্ঠান অ্যালস্টোম। সোমবার জার্মানিতে প্রথম সেবা দিতে শুরু করে অ্যালস্ট্রোমের কোরাডিয়া আইলিন্ট ট্রেনটি। জার্মানির কুক্সহ্যাভেন, ব্রেমারহেভেন, ব্রেমারভোর্দ ও বুক্সেহুডে এই ট্রেনের লেন নির্মাণ করা হয়েছে।অ্যালস্ট্রোম জানায়, এই ট্রেনটির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে রাসায়নিক বর্জ্য যা হাইড্রোজেন ও অক্সিজেনে রুপান্তরিত হয়ে শক্তি উৎপাদন করে। এই জ্বালানি নির্গত করবে শুধুমাত্র জলীয় বাষ্প। পরিবেশ বান্ধব এই ট্রেনটি কোন দূষণ নির্গমন করবে না।নতুন এই ট্রেন ১ ঘণ্টায় পাড়ি দিবে ১৪০ কিলোমিটার। কোরাডিয়া আইলিন্ট ট্রেনটি একটি হাইড্রোজেন ট্যাংক দিয়েই ১ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারবে।অ্যালস্ট্রোম জানায়, এটি ডিজেল ট্রেনের তুলনায় ব্যয়বহুল তবে এটি পরিবেশবান্ধব ও দীর্ঘগতির। জার্মানির অন্যান্য প্রদেশগুলোও এই ট্রেনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ২০২১ সালের মধ্যে আরো ১৪টি ট্রেন সরবরাহ করার কথাও জানায় প্রতিষ্ঠানটি। ব্রিটেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ইতালি এবং কানাডা এই ট্রেনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ২০২২ সাল নাগাদ ফ্রান্সও এই ট্রেনের সেবা শুরু করবে বলে জানিয়েছে। সিএনবিসি, এনডিটিভি।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »