বার্তবাংলা রিপোর্ট :: অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণীরাই এ মাধ্যমে বেশি আকৃষ্ট। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন। এদের অধিকাংশই বিশোর্ধ্ব নারী। পিউয়ের গবেষণা অনুযায়ী, টুইটারে বেশি আকৃষ্ট হন ১৮ থেকে ২৯ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান ও শহুরে বাসিন্দারা। পিন্টারেস্টের দিকে বেশি ঝোঁক থাকে ৫০-এর কম বয়সী শ্বেতাঙ্গ নারীদের, যাদের উচ্চতর পড়াশোনা রয়েছে। আবার ১৮-২৯ বছর বয়সী নারীদের পাশাপাশি আফ্রিকান-আমেরিকান, লাতিনদের আগ্রহের তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম। পিউয়ের মতে, ৫০-এর কম বয়সী ইন্টারনেট ব্যবহারকারীরা যেকোনো সামাজিক যোগাযোগ সাইটের বিষয়েই আগ্রহী। কিন্তু এদের মধ্যে বেশির ভাগই ১৮-২৯ বছর বয়সী শহুরে নারী। অবশ্য লিঙ্গ ও বয়স ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য তৈরি করলেও শিক্ষা কিংবা আয়ের কারণে সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারে কোনো পার্থক্য তৈরি হয় না। এদিকে সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীর ১৬ শতাংশই টুইটার ব্যবহার করেন। সাইটটির ব্যবহারকারীর মধ্যে ২০ শতাংশেরই বাস শহুরে এলাকায় আর ২৬ শতাংশ গ্রাহকই আফ্রিকান-আমেরিকান। পিন্টারেস্টের অধিকাংশ ব্যবহারকারী উচ্চবিত্ত শ্বেতাঙ্গ নারী, যাদের বয়স ১৮ থেকে ৪৯ বছর পর্যন্ত। ছবি শেয়ার করার এ সাইটের ব্যবহারকারীদের মধ্যে মাত্র ৫ শতাংশ পুরুষ আর ১৮ শতাংশ গ্রাহক এসেছে কৃষ্ণাঙ্গ-হিস্পানিক সমাজ থেকে। নারীদের ছবি শেয়ার করার প্রতি বেশি ঝোঁক এ পরিসংখ্যান থেকে বোঝা যায় বলে জানিয়েছে পিউ। পিন্টারেস্ট ব্যবহারকারীদের ১১ শতাংশেরই শিক্ষাগত দৌড় উচ্চবিদ্যালয় পর্যন্ত। পিন্টারেস্ট গ্রাহকদের ২৫ শতাংশের আয় বছরে ৫০ হাজার ডলারের কম।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »