মুসা আহমেদ বখ্তপুরী, কাতার থেকে :: কাতারে বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলমের প্রথমা কন্যা নাসিদা বানু (নিসুর) সাথে কাতার ষ্টিল মিলের অবসরপ্রাপ্ত উদ্ধর্তন কর্মকর্তা মুহাম্মদ রফিকের ২য় পুত্র মোঃ মিজানের বহুল আলোচিত বিবাহ সম্পন্ন হয়ছে স্থানীয় আশিয়ানা হোটেল বলরুমে। এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোঃ নাসিরউদ্দিন, আবু তালেব, মোঃ ফোরকান, এম. ইউছুফ, ওমর ফারুক চৌধুরী, শফিকুল ইসলাম বাবু, কাতার বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি মুসা আহমেদ বখ্তপুরী, সাধারণ সম্পাদক হোসেন শহীদ সারোয়ার্দ্দী সারোয়ার, সাংগঠনিক সম্পাদক শরিফউদ্দীন সন্দ্বীপি, এম. আক্তার ও এম. রফিকসহ দেশী বিদেশী বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বপরিবারে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই বিয়ের অনুষ্ঠানেও প্রবাসীরা সকল যুদ্ধাপরাধী রাজাকারদের ফাঁসির দাবী জানান।
বার্তাবাংলা ডেস্ক »
