বার্তাবাংলা ডেস্ক »

 

imagesবার্তাবাংলা ডেস্ক ::স্মার্ট ঘড়ির মেধাস্বত্ব পেয়ে গেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন প্রযুক্তির এ ঘড়ি তৈরির জন্য পেটেন্ট পেতে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব কার্যালয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস অ্যাপলকে স্মার্ট ঘড়ির পেটেন্ট দেওয়ার কথা স্বীকার করেছে। পেটেন্ট অনুসারে, নমনীয় স্পর্শকাতর পর্দাবিশিষ্ট অ্যাপলের স্মার্ট ঘড়ি স্মার্টফোন ছাড়াও ওয়াইফাই ও ব্লুটুথ সমর্থিত যে কোনো ডিভাইসের সঙ্গে সংযুক্ত হতে পারবে। তবে প্রকল্পটি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, আইফোনের সব রকম সুবিধা এতে যোগ হবে। কণ্ঠস্বর নিয়ন্ত্রিত এ ঘড়িতে থাকছে ক্ষুদে কম্পিউটার, রেডিও, ম্যাপিং এবং টেলিভিশন উপভোগের সুবিধা। এজন্য ঘড়ির বাঁকানো পর্দায় সংযুক্ত হতে পারে অ্যাপলের সর্বশেষ স্মার্টফোন অপারেটিং সিস্টেম আইওএস৬। তবে কবে নাগাদ অ্যাপল এ পণ্য উন্মোচন করতে পারবে কিংবা দাম কেমন হতে পারে সে ব্যাপারে কিছু জানা যায়নি। গবেষেণা প্রতিষ্ঠান এবিআইর তথ্যমতে, আগামী দিনের কম্পিউটার ডিভাইস অলঙ্কার হিসেবে ব্যবহারকারীর শরীরে শোভা পাবে। ২০১৮ সালের মধ্যে সাড়ে ৪৮ কোটি পরিধানযোগ্য কম্পিউটার বাজারে আসবে। সে হিসাবে বহনযোগ্য ডিভাইসের বাজারে রাজত্বের দিক থেকে সবার থেকে এগিয়ে থাকবে অ্যাপলের স্মার্ট ঘড়ি।

শেয়ার করুন »

মন্তব্য করুন »