শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টানা ব্যর্থতায় বছরের শুরুতেই টি–টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেন শান্ত। তার পরিবর্তে আগামী বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। তবে ফর্মে ফেরার লক্ষণ না থাকায় এবার স্কোয়াড থেকেও ছিটকে পড়েছেন বাহাতি এই ব্যাটার। গত ১৯ ইনিংসে কোনো ফিফটি না থাকায় নির্বাচকদের আস্থাও হারিয়েছেন তিনি।
শুধু শান্ত নন, সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও নেই এই স্কোয়াডে। তাদের জায়গায় দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ফেরা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, পাশাপাশি রাখা হয়েছে শরীফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
টি–টোয়েন্টি দলে ফেরাটা বিশেষ কিছু অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জন্য। কেননা ২০২৩ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেন তিনি। এরপর ইনজুরির কারণে ছিটকে পড়েন। তবে ২০২৪ বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট শিকার করে আবারও নজরে আসেন এই পেস অলরাউন্ডার।
অন্যদিকে, ওপেনার নাঈম শেখ ফিরেছেন প্রায় দুই বছর পর। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন শেষ টি–টোয়েন্টি ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা নাঈম ১১ ম্যাচে ৬১৮ রান করে ইতোমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন। এবার ফিরলেন সংক্ষিপ্ত ফরম্যাটেও।
দলের গুরুত্বপূর্ণ দুই পেসার মোস্তাফিজ ও তাসকিনও ফিরেছেন ইনজুরি কাটিয়ে। পাকিস্তান সিরিজে চোটের কারণে খেলতে পারেননি তারা।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যান্ডিতে আগামী ১০ জুলাই। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
শ্রীলঙ্কার বিপক্ষে টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল :
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।