চীনা কোম্পানি হুয়াওয়ে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে রোষানলে রয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। সর্বশেষ হুয়াওয়ের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগও এনেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ফোরজির টাওয়ার স্থাপনের মাধ্যমে মোবাইল ডেটার ওপর গোপনে নজরদারি চালিয়েছে হুয়াওয়ে, এমন অভিযোগও রয়েছে যুক্তরাষ্ট্রের।
হুয়াওয়ে বরাবরই বলে আসছে এসব অভিযোগ মিথ্যা। তবে এবার যুক্তরাষ্ট্র যেসব অভিযোগ করেছে সরাসরি তার প্রমাণ জনসম্মুখে তুলে ধরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়েে সাইবার সিকিউরিটি চিফ জন সাফলক যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলছেন, আমরা বলতে চাই, এসব (অভিযোগের প্রমাণ) গোপন রাখবেন না। কোনো ধরনের দ্বিধায় থাকার দরকার নেই। আপনাদের কাছে যা আছে প্রকাশ করুন, পুরো পৃথিবী দেখুক।
যুক্তরাষ্ট্রের অভিযোগের মধ্যে রয়েছে- যেসব যন্ত্রাংশ হুয়াওয়ে বিক্রি করে বা দেখাশোনা করে সেগুলো থেকে গোপনে তথ্য হাতিয়ে নেয়ার সক্ষমতা তাদের আছে। এ সংক্রান্ত প্রমাণও আছে। হুয়াওয়ের সক্ষমতা সম্পর্কে টেলিকম কোম্পানিগুলোর কোনো ধারণাই নেই।
প্রযুক্তিগত দিক থেকে হুয়াওয়ে তাদের অন্য প্রতিযোগীদের চেয়ে এক বছর এগিয়ে আছে বলে মনে করা হয়।