বার্তাবাংলা ডেস্ক :: বাংলা ভাষায় বের হয়েছে ডিজিটাল ডিকশনারি। ইংরেজিতে উচ্চারণ করতে সক্ষম এই ডিকশনারির পর্দায় ইংরেজির পাশাপাশি বাংলা অর্থ দেখা যায়। ইংরেজি গ্রামারের সব কটি শাখা সম্বন্ধে উদাহরণসহ বিস্তারিত বর্ণনা আছে। গান উপভোগের জন্য এতে রয়েছে এমপিথ্রি। রয়েছে ইউএসবি ড্রাইভ এবং ১ জিবি মেমোরি। এতে ইংরেজি শব্দের উচ্চারণ শোনার ব্যবস্থাও রয়েছে। সঙ্গে রয়েছে বানান মুখস্থ করার সুবিধা এবং উদাহরণ দেখার ব্যবস্থা। বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ, উচ্চারণ, বানান এবং উদাহরণও পাওয়া যাবে এতে। রয়েছে প্রতিটি শব্দের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দের তালিকা। বিভিন্ন বিষয়ে এক হাজারের বেশি ইংরেজি কথোপকথন ছাড়াও রয়েছে ব্রিটানিকা কনসাইজ এনসাইক্লোপিডিয়া এবং অ্যাডভান্সড লার্নার্স ইংলিশ ডিকশনারি। রয়েছে কোরআন শরীফের ৩০ পারার আরবি উচ্চারণ, বাংলা ও ইংরেজি অর্থ, শিক্ষামূলক গেম, সায়েন্টিফিক ক্যালকুলেটর, ডিজিটাল ডায়েরি, ক্যালেন্ডার প্রভৃতি। ডিভাইসটি বাজারজাত করছে ফাতেমা ট্রেডিং। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। -আইটি ডেস্ক
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »