বার্তবাংলা রিপোর্ট :: স্মার্টফোনের পর এবার ট্যাবলেট নিয়ে বাজারে আসছে মোজিলা। এ ট্যাবলেট তৈরিতে মোজিলাকে কারিগরি সহায়তা দিচ্ছে তাইওয়ানের হোন হাই প্রিসিশন। মোজিলার এক মুখপাত্র নতুন ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও ৩ জুন এটি প্রদর্শন করা হবে বলে নিশ্চিত করেছেন।
এত দিন শুধু অ্যাপলের বিভিন্ন ডিভাইস তৈরি করেই ৬০ শতাংশ আয় করত হোন হাই প্রিসিশন। তবে গত প্রান্তিকে আইফোন ও আইপ্যাড আশানুরূপ আয় করতে না পারায় মোজিলার সঙ্গে চুক্তি করে প্রতিষ্ঠানটি।
ফায়ারফক্স ওয়েব ব্রাউজার নিয়ে ইন্টারনেট বাজারে শীর্ষ অবস্থানে আছে মোজিলা।
ফারহাত আহমেদ, সূত্র : বিবিসি