বার্তাবাংলা ডেস্ক »

বার্তাবাংলা রিপোর্ট :: চীনের জিনহুয়ায় গত শনিবার এক নবজাতককে টয়লেটের পাইপ থেকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীরা পাইপটি কাটার পর ডাক্তাররা সেখান থেকে ছেলে সন্তানটিকে বের করে আনে। article-2331941-1A08DE2D000005DC-493_634x423

ঐ ভবনের এক বাসিন্দা বাচ্চার ক্‍ান্নার শব্দ পেয়ে উদ্ধারকর্মিদের ফোন করলে পাবলিক টয়লেটের 4র্থ তলার কমোডের পাইপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোন নারী ইচ্ছাকৃতভাবে বাচ্চাটিকে টয়লেটে ফেলে ফ্লাস করে দেয়।বাচ্চাটির নাম দেয়া হয়েছে বেবী 59, কারণ তাকে বর্তমানে হাসপাতালের 59 নম্বর ইনকিউবেটরে রাখা হয়েছে।article-2331941-1A08DE08000005DC-921_634x423 article-2331941-1A08DE4C000005DC-951_634x470

শেয়ার করুন »

মন্তব্য করুন »