বার্তাবাংলা ডেস্ক »

sim cardবার্তাবাংলা ডেস্ক :: মোবাইল ফোনের সিম কম কর ৬০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। কমেছে থ্রি জি লাইসেন্সের ওপর মূল্য সংযোজন করও।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক জরুরি বৈঠকে মোবাইল ফোনের সিমের কর এবং থ্রি জি লাইসেন্সের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর এ সংক্রান্ত একটি এসআরও জারি করেছে এনবিআর।

মোবাইল ফোন অপারেটরা বেশ কিছু দিন ধরে সিম ট্যাক্স এবং তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রি জি) লাইসেন্সের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট)কমানোর দাবি জানিয়ে আসছিল।

অপারেটরদের এসব দাবির পরিপ্রেক্ষিতে থ্রি জি নিলামের তারিখ ২৪ জুন থেকে পিছিয়ে ৩১ জুলাই নির্ধারণ করে বিটিআরসি।

অপারেটরদের দাবির পরিপেক্ষিতেই সিম ট্যাক্স এবং থ্রি জি লাইসেন্সের উপর ভ্যাট কমানো হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে বিভিন্ন সময় বাজেটে মোবাইল ফোনের সিম ট্যাক্স কমানো বা বাড়ানো হলেও এবারই প্রথম বাজেট ঘোষণার তিন সপ্তাহ আগেই সিম ট্যাক্স কমানো হল। একই সঙ্গে কমানো হল থ্রি জি লাইসেন্সের উপর ভ্যাট।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত ২০১১-১২ অর্থবছরের বাজেটে সিম ট্যাক্সের হার ছিল ৬০০ টাকা। চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটেও এ হার অপরিবর্তিত রাখা হয়। আর ২০১০-১১ অর্থবছরে এই ট্যাক্স ছিল ৮০০ টাকা।

শেয়ার করুন »

মন্তব্য করুন »