বার্তাবাংলা ডেস্ক »

 

samsung tvবার্তবাংলা রিপোর্ট :: ঘরের যেকোনো প্রান্ত থেকে দেখা কিংবা যেকোনো কোনায় স্থাপনের উপযোগী টিভি তৈরি করছে স্যামসাং। প্রযুক্তি বিশ্লেষকরা জানান, স্যামসাংয়ের চ্যানেল পরিবর্তনের মতো করে নতুন এ টিভিটি রিমোটের সাহায্যেই বাঁকানো যাবে। শুধু ডিসপ্লেই নয়, রিমোট কন্ট্রোলের সাহায্যে ছবিগুলোকেও স্ক্রিনের নতুন অবস্থানের উপযোগী করে তোলা যাবে। খবর টেকরাডারের।
স্যামসাংয়ের প্রকাশিত পেটেন্ট আবেদনে দেখা যায়, টেলিভিশনটির পেছনে প্যানেল ডিফরমেশন মেম্বার বলে বিশেষ একটি প্রযুক্তি থাকবে, যার মাধ্যমে ডিসপ্লের বিভিন্ন পরিবর্তন নিয়ন্ত্রণ করা যাবে।
এতে আরো বলা হয়, দর্শকের চাহিদা অনুযায়ী ডিসপ্লে আংশিক কিংবা পুরোপুরি বাঁকানো অথবা ঘোরানো যাবে। বিশেষ রিমোট ব্লুটুথ কিংবা ইনফ্রারেড রশ্মির মাধ্যমে টিভিসেটের সঙ্গে সংযুক্ত থাকবে। রিমোট চাপলে বিশেষ একটি মেনু হাজির হবে ডিসপ্লেতে। সেখানে বিভিন্ন পরিবর্তন করে ঘোরানোর দিক, বাঁকানোর মাত্রা কিংবা কোণ নির্ধারণ করা যাবে।
বিশ্লেষকরা জানান, বেশকিছু দিন ধরেই ওএলইডি স্ক্রিন নিয়ে কাজ করছে স্যামসাং। তবে তা স্মার্টফোনের ব্যবহার উপযোগী করে তোলার দিকেই মনোযোগ ছিল কোম্পানিটির। এক বছর ধরেই একেবারে অভঙ্গুর স্মার্টফোন তৈরির চেষ্টা চালাচ্ছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটি।
চলতি বছরের সিইএস মেলায় নতুন এফ৮০০০ স্মার্টটিভি উদ্বোধন করে স্যামসাং। এ টিভিটি ব্যক্তিগত কমান্ড, ভয়েস কমান্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যম স্ট্রিমিং করতে সক্ষম।

শেয়ার করুন »

মন্তব্য করুন »