ফ্রান্সের তুলুজে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জুলাই ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা তুলুজের এফএফসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

তুলুজে বসবাসরত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং পরিচালনা করেন যৌথ ভাবে তুলুজ বিএনপি নেতা রাসেল মিয়া ও খাইরুল ইসলাম ।
অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রবীণ বিএনপি নেতা আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তুলুজের প্রবীণ ব্যক্তিত্ব মো. মোতালেব মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ফেরদৌস খান, আব্দুর রহিম , ফরহাদ মিয়া , লিপু আহমেদ , আব্দুর রহিম আকাশ , জামিল আহমেদ , শামিম চৌধুরী ও শফিক মিয়া প্রমূখ।
পরে জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়।

