বার্তাবাংলা ডেস্ক :: স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট পিসির সুবিধা নিয়ে ‘প্যাডফোন’ নামে নতুন ডিভাইস ছাড়ার ঘোষণা দিয়েছে আসুস। মূলত স্মার্ট ডিভাইস রাজ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে প্যাডফোন উন্মোচন করেছে হার্ডওয়্যার জায়ান্ট আসুস। অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন সমর্থিত এ ফোনে থাকবে ট্যাবলেট আর স্মার্টফোনে রূপান্তরের নানা বৈশিষ্ট্য। ১০.১ এইচডি পর্দার আরেকটি ট্যাবলেট সদৃশ ডিভাইসের পেছনের দিকে যুক্ত করে সাবলীলভাবে একে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। পাঁচ ইঞ্চি পর্দা বিশিষ্ট প্যাডফোনে থাকছে ১.৭ গিগাহার্টজ গতির কোয়াড কোর মানের কোয়ালাকম স্ন্যাপড্রাগন প্রসেসর। সাবলীল কাজের গতি ধরে রাখার জন্য থাকছে ২ গিগাবাইট র্যাম, ৫০ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে ভিডিও কলিং সেবার জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা। ট্যাবলেট এবং স্মার্টফোন চালানোর ওপর ভিত্তি করে ১৯ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। পাশাপাশি ইন্টারনেট সেবা প্রদানের জন্য থাকবে থ্রিজি এবং ৪জি সমর্থনযোগ্যতা। ধারণা করা হচ্ছে, ধাতব কাঠামোর আর নতুন সব ফিচারে স্মার্টফোন বাজারে নতুন মাত্রা নিয়ে আসবে প্যাডফোন। সবকিছু ঠিক থাকলে মার্চের শেষভাগে বাজারে আসবে। আর পরখ করার জন্য ক্রেতাদের গুনতে হবে ৯৯৯ ডলার।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »