বার্তাবাংলা রিপোর্ট :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব প্রকার তথ্য সম্বলিত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের (অ্যাপস) উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করেছে বলে বিশ^বিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
এই অ্যাপ্লিকেশন উদ্বোধনকালে জবি উপাচার্য বলেন, এ ধরনের তথ্য সম্বলিত অ্যাপ্লিকেশন শিক্ষক-শিক্ষার্থীদের কাজ লাগবে।
অ্যাপসটি ডেভোলপ করেছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। এই অ্যাপস যে কোন গুগল প্লে ষ্টোর (Goolge Play Store) থেকে বিনামূল্যে স্মার্ট ফোনে ইনস্টল করা যাবে বলে জানিয়েছেন মেহেদী হাসান।
এছাড়া শ্রীঘই অ্যাপসটি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
