বার্তাবাংলা ডেস্ক »

cloudcloudcloudবার্তাবাংলা রিপোর্ট ::  ক্লাউড কম্পিউটিং এর জন্য উচ্চ মাত্রায় কার্যকারী, নিরাপদ, উন্মুক্ত এবং সুলভ ওরাকল সোলারিস ১১.২ সফটওয়্যার বাজারে ছেড়েছে ওরাকল। নতুন এই সফটওয়্যারটির সাহায্য আইটি প্রতিষ্ঠানগুলো এক সপ্তাহ সময়ের পরিবর্তে মাত্র এক মিনিটেই ‘জিরো টু ক্লাউড’ সেবা দিতে পারবে।

অত্যাধুনিক এই সফটওয়্যারটির ক্লাউড প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছে র্ভাচুয়ালাইজেশন, এসডিএন প্রযুক্তি এবং ওপেনস্টেক সরবরাহ পদ্ধতি। ওরাকল ডাটাবেজ, জাভা এবং ওরাকল অ্যাপ্লিকেশনে এই সফটওয়্যার যোগ করে ব্যবসায়ীরা আরো কার্যকারী এবং নির্ভরযোগ্য আইটি সেবা দিতে পারবে।

সোলারিজের অন্যান্য জেনারেশনের সংস্করণের সঙ্গে এই সফটওয়্যারটি গ্রাহকরা ব্যবহার করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবী, জেডএফএস স্টোরেজ অ্যাপ্লায়েন্সের সঙ্গে এই সফটওয়্যারটি সংযুক্ত করলে সেরা পারফরম্যান্স পাওয়া যাবে।

এ প্রসঙ্গে ওরাকলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিস্টেমস) জন ফোলার বলেন, র্ভাচুয়ালাইজেশন, এসডিএন প্রযুক্তি এবং ওপেনস্টেক সরবরাহ পদ্ধতি সমন্বয়ে তৈরি ওরাকল সোলারিস ১১.২ একটি পূর্ণাঙ্গ ক্লাউড সল্যুশন্স। সফটওয়্যার শিল্পে গ্রাহকদের সবচেয়ে শক্তিশালী ক্লাউড সেবা দিতে সক্ষম ওরাকল।

সফটওয়্যারটির প্রসঙ্গে আইডিসির সার্ভার অ্যান্ড সিস্টেম সফটওয়্যারের প্রোগ্রাম ভিপি আল গিলেন বলেন, ওরাকল সোলারিজ ১১.২ এর মাধ্যমে এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যা একটি এন্টারপ্রাইজ-রেডি সল্যুশন্স এবং যেখানে ওপেন স্টেক বেজড ম্যানেজমেন্ট যুক্ত হয়েছে। এর ফলে এন্টারপ্রাইজ ক্লাউড ডিপ্লয়মেন্ট আরো সহজ এবং সুলভ হবে।

ওরাকল টেকনোলজি নেটওয়ার্ক (ওটিএন) এর মাধ্যমে এখন ওরাকল সোলারিস ১১.২ বেটা ডাউনলোড করা যাচ্ছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »