বার্তাবাংলা ডেস্ক »

3g gp 1234বার্তাবাংলা রিপোর্ট :: বেসরকারি পর্যায়ে রবির পর থ্রিজি নেটওয়ার্ক সেবা চালু করলো বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

রোববার সকালে গ্রামীনফোনের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। থ্রিজি সেবাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এটাকে সহজলভ্য করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, এর মাধ্যমে বিশ্বে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে। অক্টোবর থেকেই ঢাকা ও চট্টগ্রামে তৃতীয় প্রজন্মের তরঙ্গ সেবা দেবে দেশের সবচেয়ে বড় এই মোবাইল অপারেটর।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ বলেন, গ্রামীণফোনের কর্মী ও বন্ধুরা যারা জিপি হাউসে রয়েছেন তারা এবং এর আশপাশের বাসিন্দারা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবেন। আজ থ্রিজি সেবা চালুর মধ্য দিয়ে গ্রামীণফোন পরবর্তী যাত্রা শুরু করলো।

টেলিনর গ্রুপের সিইও জন ফ্রেডরিক বাকসাস বলেন, গ্রামীণফোনের সঙ্গে টেলিনরের ১৬ বছরের সম্পর্ক, উন্নয়নের দীর্ঘদিনের সঙ্গী। থ্রিজি সেবা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, থ্রিজি নিয়ে এখানে প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়াই গ্রামীণফোনের মিশন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »