বার্তাবাংলা ডেস্ক :: কয়েকমাস আগেই স্যামসাং বিশ্বকে জানিয়েছে তাদের ৫৫ ইঞ্চির বাঁকানো ওএলইডি টিভি’র কথা। আনুষ্ঠানিকভাবে এর দামটা অবশ্য এতদিন জানায়নি তারা। এবারে যুক্তরাষ্ট্রের বাজারে আনুষ্ঠানিকভাবে এই টিভি বিক্রির ঘোষণা দিয়েছে স্যামসাং। আর এর দাম রাখা হয়েছে ৯ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৭ লাখ টাকার কিছু বেশি। টাকার অংকটা শুনতে অনেক বেশি মনে হলেও এর সমমানের প্রযুক্তি পণ্যগুলোর তুলনায় দামটা বেশ কম বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। শুরুতে যখন এই টিভি’র ঘোষণা স্যামসাং দেয়, তখন ধারণা করা হচ্ছিল এর দাম রাখা হবে ১৫ হাজার ডলার বা প্রায় ১২ লাখ টাকা। এর প্রতিদ্বন্দ্বী এলজি’র একই ধরনের টিভি’র দামের তুলনায়ও এর দাম ৪০ শতাংশ কম। এই টিভির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ৪কে রেজ্যুলেশনের এই টিভিতে একইসাথে দুইটি আলাদা আলাদা এইচডি ভিডিও উপভোগ করা যায়।