ইসরাত জাহান পুণম :: উন্নত প্রযুক্তিতে শক্তিশালী দেশ জাপান এবার লক্ষ্য নির্ধারন করেছে মহাকাশে কথা বলতে সক্ষম একটি ছোট রোবট প্রেরন করবে। ইতিমধ্যে এই ছোট রোবটটি তৈরি করেছে দেশটি। যার নাম দেয়া হয়েছে কিরোবো। খবর মাশাবেল ডটকমের।
কিরোবো নামের এ রোবটটিকে বলা হচ্ছে “রোবট মহাকাশচারী”। যেটি মহাকাশে এবং মাটিতে মানুষের সঙ্গে আলাপ করতে পারে।
রোবটিটি আগামী ৪ আগস্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লঞ্চের জন্য নির্ধারন করা হয়েছে।
কিরোবো রোবট প্রকল্প কর্মকর্তারা বলছেন, মহাকাশে এই প্রথম রোবট টু মানুষের আলাপচারিতার অংশ নিবে কিরোবো রোবট।