সাইফুল ইসলাম :: সিনেমায় নয়, সত্যি সত্যি কথা বলবে কুকুর। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মানুষের সহকারী হিসেবে বাস্তবে কথা বলবে পোষা কুকুর। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট টেকট্রির এক প্রতিবেদনে জানা যায় যে, কুকুরের গলায় লাগানো হাই-টেক কলারের সাহায্যে বাস্তবিকই কথা বলবে কুকুর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ফিডো প্রজেক্ট এ প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। গুগল গ্লাসের একজন কারিগরি ব্যবস্থাপক এ কাজে সহযোগিতা করছেন। তবে এতে গুগল কোনো অর্থায়ন করছে না। এই প্রকল্প বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মানুষের একজন সহকারী হিসেবে কুকুরকে কার্যক্ষম করে তুলবে। এর মধ্যে রয়েছে অন্ধকে সহায়তা করা, বোমা শনাক্ত করা এমনকি রোগ নির্ণয়ের মতো কাজে অংশগ্রহণ করা। কুকুরের গলায় লাগানো বিশেষ ধরনের কলারে সেন্সর প্রযুক্তি থাকায় টোন আকারে কুকুরের বিভিন্ন বার্তা শব্দ আকারে প্রকাশ করতে পারবে যন্ত্রটি। এর ফলে ঠিক মানুষের মতো কথাবার্তা না হলেও, আগের তুলনায় কার্যকরভাবে মানুষের সঙ্গে যোগাযোগ সক্ষমতা লাভ করবে কুকুর
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »