বার্তাবাংলা রিপোর্ট :: মোবাইল ফোন সেট পুরনো হয়ে গেলে ফেলে দেন অনেকে, কেউবা ভেঙে ফেলেন, জমিয়েও রাখেন কেউ কেউ। আগামী দিনে হয়তো এ হ্যাপা পোহাতে হবে না। আপনা থেকেই ধ্বংস হতে পারে, এমন মোবাইল ফোন সেট তৈরির পরিকল্পনা এঁটেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা এমন প্রযুক্তির মোবাইল ফোন তৈরির চেষ্টা করছেন, যেটি মেয়াদ শেষে পানির সংস্পর্শে এলেই গলে যাবে অর্থাৎ নিজ থেকেই ধ্বংস হয়ে যাবে। ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না। ইতিমধ্যে গরম পানিতে গলে যায় এমন বিশেষ ধরনের চিপও তৈরি করেছেন তাঁরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জন রজার্স জানিয়েছেন, ‘বর্ন টু ডাই’ নামের এই প্রকল্পের আসল উদ্দেশ্য হচ্ছে অস্থায়ী প্রযুক্তি তৈরি করা যা মেয়াদ শেষে নিজ থেকেই পরিবেশের সঙ্গে মিশে গিয়ে আবর্জনার পরিমাণ কমাবে।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »