বার্তাবাংলা ডেস্ক »

 

solar headphoneবার্তাবাংলা রিপোর্ট :: মোবাইল ফোনের চার্জ নিয়ে গবেষণার অন্ত নেই। কী করে মোবাইল ফোনসহ অন্যান্য বহনযোগ্য ডিভাইসে চার্জ দেওয়া যায়, সেটা নিয়েও চলছে গবেষণা। আবার মোবাইল ডিভাইসেও চার্জের সমস্যায় নবায়নযোগ্য শক্তির উত্স ব্যবহার নিয়ে চলছে গবেষণা। এরই ধারাবাহিকতায় এবারে যুক্তরাজ্যের গ্লাসগো’র একজন ডিজাইনার তৈরি করেছেন এমন একটি হেডফোন, যেটি কি না সৌরশক্তি ব্যবহার করে একটি মোবাইল ফোনকে চার্জ করতে পারবে। অ্যান্ড্রু অ্যান্ডারসন নামের এই ডিজাইনার এই হেডফোনের ব্যান্ডের মধ্যে ব্যবহার করেছেন নমনীয় একটি সোলার সেল। এই সোলার সেলের চার্জ ধারণক্ষমতা ০.৫৫ ওয়াট। এই চার্জ ধারণ করার জন্য হেডফোনটিতে রয়েছে ছোট্ট দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারি। হেডফোনের এয়ারপ্যাড দুইটিতে স্থাপন করা হয়েছে এই দুইটি ব্যাটারি। হেডফোনটিকে যে ডিভাইসে সংযুক্ত করে ব্যবহার করা হবে, হেডফোনটি চলার সময়েই সেই ডিভাইসটি চার্জ হতে থাকবে। অ্যান্ডারসন হেডফোনটির প্রোটোটাইপ তৈরি করলেও এর মূল ভাবনাটি তার নয়। বিবিসিকে তিনি জানিয়েছেন, এটি ছিল মূলত তার বাবার ভাবনা। সেটাকেই বাস্তবায়ন করেছেন তিনি। তিনি বলেন, ‘এর চূড়ান্ত ডিজাইন ও প্রোটোটাইপ নিয়ে এখনও আমরা কাজ করে যাচ্ছি। সবাই চায় নিজের ফোনের চার্জের সমস্যার একটি সহজ সমাধান। সেটাই প্রদান করবে এই হেডফোন। এটি ফোনে লাগিয়ে আপনি যখন গান শুনবেন, তখন এটি স্বয়ংক্রিয়ভাবেই চার্জ করে দেবে আপনার ফোনকে।’ ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারে এই হেডফোনটিকে তুলে ধরেছেন অ্যান্ডারসন। আগামী বছরের শুরুতেই এটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার প্রাথমিক পরিকল্পনা রয়েছে তার। অ্যান্ডারসন আশা করছেন, হেডফোনটি উত্পাদনে নামতে তিনি ২ লক্ষ পাউন্ডের বিনিয়োগ লাভ করতে পারবেন কিকস্টার্টার থেকে

শেয়ার করুন »

মন্তব্য করুন »