মনিরুল ইসলাম মনির, মতলব (চাঁদপুর):: বিষয়টি বেশ বিস্ময়কর। দেখার পরও অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না। তবে চোখের দেখা বলে কথা! বিশ্বাস না করার সুযোগ নেই।
একটি কলা গাছে ২১ থোর গজিয়েছে। মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মজুমদারকান্দি গ্রামের ধীরেন্দ্র মাস্টারের বাড়ির শ্রী গৌরাঙ্গ মন্ডলের ছোট্ট একটি কলা গাছে ২১টি থোর ধরেছে। এ নিয়ে এলাকায় অনেক বিস্ময় সৃষ্টি হয়। অনেকেই একনজর হলেও দেখে আসেন কলা গাছটি।
গাছের মালিক শ্রী গৌরাঙ্গ বলেন, গাছটি একটি মুড়ার মধ্যে ছিল। প্রথমে চারা হয়ে জন্ম নেয়, বড় না হতেই থোর গজানো শুরু করে। একদিন হঠাৎ করে দৃশ্যটি আমার চোখে পড়ে। তারপর আমি চারাটিকে উঠিয়ে বাড়িতে এনে টবে সংরক্ষণ করে রাখি। খবর পেয়ে বিভিন্ন লোকজন দেখতে আসে।
গাছের এই সুন্দর দৃশ্যটি দেখতে ভিড় জমাচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত লোকজন। এ গাছটি দেখে সবাই বিস্মিত হয়ে ওঠে। কারণ গাছে এ ধরনের দৃশ্য যেখানে-সেখানে দেখা যায় না। এই দৃশ্য দেখে দর্শনার্থীরা বলে ওঠে, ‘একি বিষ্ময়কর ঘটনা’- একটি কলাগাছে ২১ থোর!
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »