বার্তাবাংলা ডেস্ক »

image001দেবীগঞ্জ (পঞ্চগড় ) প্রতিনিধি :: দেবীগঞ্জ উপজেলাধীন নাজিরনপাড়ার মোঃ ফারুক ইসলামে স্ত্রী তিন সন্তানের জননী লাকী আক্তার (৩৩) ব্যাঙ আকৃতির একটি সন্তান প্রসব করেন। গত মঙ্গলবার দেবীগঞ্জ করতোয়া ক্লিনিকে ডাক্তার সিজারিয়ান অপারেশন করলে ব্যাঙ আকৃতির মাথাবিশিষ্ট একটি সন্তান প্রসব করেন তিনি।  জন্মের প্রায় এক ঘণ্টা পর নবজাতকটি মৃত্যুবরণ করে। এ বিষয়ে করতোয়া কিনিকের ডাক্তার মো. একরামুল হক জানান শিশুটির ভ্রুণের গঠন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এই সমস্যা হয়। তিনি আরো জানান যে, এ রোগটির নাম এমএন ফেকালি।

শেয়ার করুন »

মন্তব্য করুন »