বার্তাবাংলা ডেস্ক »

palবার্তবাংলা রিপোর্ট :: রাক্ষসের পেটে গিয়েও কল্পলোকের নায়ক ঠিক সেখানে থেকে রাক্ষস বধ করে বাইরে অক্ষতভাবে বেরিয়ে আসে। এমনটা রূপকথায় হয়তো সম্ভব। কিন্তু বাস্তবেই যদি এ ধরনের ঘটনা ঘটে তবে! জাম্বিয়ার নাগরিক পল টেম্পলারের বয়স তখন ছিল ২৭ বছর। তিনি যা বললেন, তাতে চোখ কপালে উঠতে বাধ্য। একটি বড় জলহস্তি তাকে প্রায় আস্ত গিলে ফেলেছিল। এরপর তিনি প্রাণান্ত চেষ্টায় প্রাণ বাঁচাতে সক্ষম হন। পলের একটি ব্যবসা ছিল। তিনি দর্শনার্থী ও পর্যটকদের ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছে অবস্থিত জাম্বেজি নদীতে নিয়ে যেতেন। ঘটনার দিন বেশ কয়েকজন দর্শনার্থীকে নিয়ে তিনি ও তার অধীনস্থ ৩ শিক্ষানবিশ গাইড নদীতে অ্যাডভেঞ্চারে বের হন। তারা বিশেষ ডিঙি জাতীয় নৌকায় চড়েন। তাদের সংক্ষিপ্ত ভ্রমণ প্রায় শেষের দিকে ছিল। হঠাৎ পানির নিচে থাকা একটি পুরুষ জলহস্তির ওপর অর্ধেকটা উঠে পড়লো তাদের বহনকারী নৌকা। দর্শনার্থীরা নৌকাতেই ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পলের কোমর পর্যন্ত ঢুকে যায় জলহস্তিটির বিশাল মুখ গহ্বরে। সঙ্গে সঙ্গে নানাভাবে তিনি নিজেকে ছাড়ানোর প্রাণান্ত চেষ্টা শুরু করেন। এভাবে কয়েক সেকেন্ড চলে পলের বাঁচার চেষ্টা। এক পর্যায়ে জলহস্তিটি মুখ হাঁ করায় বেরিয়ে আসতে সক্ষম হন পল। আর এভাবে তিনি বেঁচে রইলেন তার অভিজ্ঞতার কথা জানিয়ে অন্যদের সতর্ক করতে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »