মামুন আফনান রুমির কথায় প্রথমবারের মতো একটি গানে কন্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী জাহিদ অন্তু। ‘আকাশ হয়ে আছো তুমি’ শিরোনামে গানটির সুর করেছেন জাহিদ অন্তু নিজেই।

গানটি প্রকাশিত হয়েছে ‘বাংলা এক্সপ্রেস ফিল্ম’ লেবেল কোম্পানির ইউটিউব চ্যানেল থেকে। যার সঙ্গীত আয়োজন করেছেন এপি শুভ।
সুন্দর একটি রিসোর্টে ধারণ করা হয়েছে গানটির ভিডিও চিত্র। সাইফুল আলম চৌধুরীর পরিচালনায় যেখানে তিশমা’র বিপরীতে অভিনয় করেছেন সিয়াম মৃধা।
গানটির প্রসঙ্গে গীতিকার মামুন আফনান রুমি বলেন, জাহিদ অন্তুর কন্ঠে এবারের গানটি আশা করি সবাই পছন্দ করবেন। আমার কথায় তার চারটি গান রেকর্ড করা হয়েছে। এগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যানেল থেকে প্রকাশিত হবে।
উল্লেখ্য, মামুন আফনান রুমি এই প্রজন্মের গীতিকার হিসেবে সংগীতাঙ্গনে নিজেকে পরিচিত করেছেন। তার কথায় গেয়েছেন আসিফ আকবর, কাজী শুভ, সালমা, এফ এ সুমন, মিলন, ন্যান্সি, শামস্, ইলিয়াস, অরিন, নিশ্চুপ বৃষ্টি, ইমন খান, সাফায়াত বেলাল, সাথী খান সহ অনেকেই। গান লেখার পাশাপাশি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি।