২০১৩ সালেও ইয়াহু হ্যাকড হয়েছিল। এতে ১০০ কোটির বেশি ইউজার অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ইয়াহু। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে গত সেপ্টেম্বরে ইয়াহু জানায়, ২০১৪ সালে হ্যাকাররা প্রায় ৫০ কোটি অ্যাকাউন্টের তথ্য চুরি করেছে। কোনো রাষ্ট্রের মদদে এ কাজ হয়েছিল বলে ইয়াহু ধারণা করে।
ইয়াহুর ভাষ্য, চুরি হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, পাসওয়ার্ড, ইমেইল রয়েছে। ব্যাংক ও পেমেন্টের কোনো তথ্য চুরি হয়নি।
ইয়াহুর মালিকানা প্রতিষ্ঠান ভেরিজোন বলছে, ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনায় তারা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।