ঢাকার হোটেল সারিনাতে ২৪ জুন ও ২৫ জুন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘পন্ডস বাংলাদেশ ফ্যাশন ফেস্টিভ্যাল, জুন ২০১৬’। এই মেলায় ঢাকার ৩০টি ফেসবুকভিত্তিক জনপ্রিয় ফ্যাশন ও বুটিক হাউস অংশ নেবে। সোস্যাল কর্মাস প্ল্যাটফর্ম শপআপ ও ফ্যাশন ডিজাইনার শাবনুর আহমেদ এর যৌথ উদ্যোগে এই মেলা আয়োজন করেছে।
গত দুই বছরে ঢাকার মধ্যে অনলাইনভিত্তিক কেনাকাটা তুমুল জনপ্রিয়তা দেখা গেছে। বর্তমানে ৫ লাখেরও বেশি নারী তাদের ঈদের কেনাকাটা ফেসবুকভিত্তিক দোকানগুলো থেকে করছেন। এই ট্রেন্ডের কারণে বেশ কিছু ভালো মানের ব্র্যান্ড তৈরি হয়েছে। শুধু তাই নয়, এগুলো অনেক জনপ্রিয় হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। পন্ডস বাংলাদেশ ফ্যাশন ফেস্টিভ্যাল জুন ২০১৬ নতুন কিন্তু যারা ভালো কাজ করছেন তাদেরকে উৎসাহ দিতে এই উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ডিজাইনারদের এক ধরনের সৌহার্দপূর্ণ সর্ম্পক তৈরি হবে। সেই সুযোগ তারা করে দিতে চান। শুধু মাত্র পোশাক কেনাকাটা নয়, বন্ধুদের সঙ্গে দেখা করা, নতুন জনপ্রিয় তারকা আইরিন আফরোজ, শাহতাজ মুনিরা এমন অনেকের সঙ্গে থাকছে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।
বার্তাবাংলা ডেস্ক »
