বার্তাবাংলা ডেস্ক »

apple hackedবার্তাবাংলা ডেস্ক :: কম্পিউটার ও সফটওয়্যার জায়ান্ট অ্যাপলও নিস্তার পাচ্ছে না হ্যাকিং থেকে। নানা স্তরে সজ্জিত নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে অ্যাপলের সফটওয়্যার ডেভলপার্স ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। আশঙ্কা করা হচ্ছে, ব্যক্তিগত তথ্য সেখান থেকে চুরি করা হয়েছে। এদিকে ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হওয়ার পরই অ্যাপল কর্তৃপক্ষ তা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ও ওয়েবসাইটটিকে পুনরায় সক্রিয় করতে কাজ চালিয়ে যাচ্ছে। এবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিñিদ্র করার লক্ষ্যে কাজ করছেন অ্যাপলের সফটওয়্যার ডেভলপার্স ওয়েবসাইটের ডেভলপাররা। গত দু’-এক সপ্তাহ ধরে মাঝে-মধ্যেই ওয়েবসাইটটিকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল অ্যাপলকে। অ্যাপলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এক অনুপ্রবেশকারী ওয়েবসাইটটি থেকে ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা চালিয়েছিলেন। তবে কে বা কারা এ সাইবার হামলার সঙ্গে জড়িত, তা এখনও জানতে পারেনি অ্যাপল কর্তৃপক্ষ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »