বার্তাবাংলা ডেস্ক :: উইকি ওয়েপনসের প্রতিষ্ঠাতা কোডি উইলসন। ২৫ বছরের কোডি উইলসনকে নিয়ে এক সপ্তাহ ধরে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। থ্রিডি প্রিন্টিং মেশিন দিয়ে ঘরে বসেই বন্দুক তৈরির বিস্ময়কর পদ্ধতি আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এ মার্কিন যুবক। কোডির এ আবিষ্কার বন্দুকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। উইলসন ‘ডিফেন্স ডিস্ট্রিবিউটর’ নামে একটি অনলাইন বন্দুকের দোকানের মালিক। অলাভজনক এ প্রতিষ্ঠানটি ‘উইকি ওয়েপনস’ নামে পরিচিত। তিনি ইন্টারনেট থেকে যেকোনো বন্দুকের ছবি ডাউনলোড করে থ্রিডি প্রিন্টার দিয়ে তার কাঠামো বানিয়ে ফেলেন। এই অবিশ্বাস্য উদ্ভাবনের পর তিনি নায়ক না ভিলেন, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে বিতর্ক। ইউনিভার্সিটি অব টেক্সাসের দ্বিতীয় বর্ষের ছাত্র উইলসন এতো কম বয়সেই উইয়ার্ড ম্যাগাজিনের পৃথিবীর শীর্ষ ১৫ বিপজ্জনক ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন। তবে কোডি তার এ উদ্ভাবনকে ‘নিছক নিরীক্ষণ’ হিসেবে মনে করেন।
বার্তাবাংলা ডেস্ক »
শেয়ার করুন »