তুরস্কের বিশ্বখ্যাত স্থাপনা হায়া সোফিয়ার জাদুঘর মর্যাদা নাকচ করে দিয়েছে কাউন্সিল অব স্টেট। শুক্রবার (১০ জুলাই) আদালতের দেয়া রায়ের ফলে স্থাপনাটিকে মসজিদে রূপান্তরের পথ সুগম হলো। ৬ষ্ঠ শতাব্দীতে বাইজান্টাইন সাম্রাজ্যের অধিপতি সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে এটি নির্মিত হয়।
১৯৩৪ সালে জাদুঘরের স্বীকৃতি পায় হায়া সোফিয়া। সেসময় স্থাপনাটি গীর্জা হিসেবেই ব্যবহৃত হতো। ১৪৫৩ সালে ইস্তাম্বুল অটোম্যান সাম্রাজ্যের দখলে এলে এটিকে মসজিদে পরিণত করা হয়। ১৯৩৪ সালে সাম্রাজ্যের পতনের পর মুস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক ডিক্রিতে মসজিদটিকে পরিণত করা হয় জাদুঘরে।
গত মে মাসে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েট এরদোয়ান। সেসময় এই ঘোষণার তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র, গ্রিস ও রাশিয়া। বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা জাদুঘরটিকে আলোচনা ছাড়া রূপান্তর না করতে আহ্বানও জানিয়েছিল ইউনেস্কো। তবে তুরস্ক তা তোয়াক্কা করেনি। ফলে এখন মসজিদ হিসেবে রূপান্তরিত করে ধর্মীয় কাজ ও প্রার্থনার জন্য খুলে দেওয়া হবে এই স্থাপনাটি।