বার্তাবাংলা ডেস্ক »

image001
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি  :  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মাঝখান থেকে বয়ে যাওয়া পানগুছি নদীর দুতীরে ভাঙন দেখা দিয়েছে। সময়মতো ভাঙন রোধ করা না গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হ”েছ। জানা যায়, ভাঙন রোধের জন্য প্রায় দুই যুগ পূর্বে বর্তমান পৌরসভার ৯ নং ওয়ার্ডসহ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স, সানকিভাঙ্গা বাজার ও শত শত বসতবাড়ি ভাঙনের হাত থেকে রক্ষার জন্য পানগুছি নদীর পূর্ব তীরে পাইলিং করা হয়। কিš‘ দীর্ঘ সময়ের ব্যবধানে একাধিক জায়গা থেকে পাইলিং কিছুটা ধসে পড়েছে। ধসে পড়া ¯’ানগুলো গভীর খাদ সৃষ্টির আগেই মেরামত করা জরুরি বলে জাানান ¯’ানীয়রা। অন্যথায় বড় ধরনের ও অপূরণীয় ক্ষতির শিকার হবে মোরেলগঞ্জবাসী।

শেয়ার করুন »

মন্তব্য করুন »