বার্তাবাংলা ডেস্ক »

Dating App

ভোজনরসিকদের কাছে বিরিয়ানির জুড়ি নেই। আনন্দ উৎসবে কিংবা আড্ডায় বিরিয়ানি চাই-ই চাই।

তারই পাওয়া গেল যখন হায়দারাবাদের প্যারাডাইজ ফুড কোর্ট শুধু বিরিয়ানি বিক্রি করেই নাম লিখেছে লিমকা বুক অফ রেকর্ডস-এ।

এক বছরে ৭০,৪৪,২৮৯ প্লেট বিরিয়ানি পরিবেশন করার প্রশংসনীয় কৃতিত্ব অর্জন করছে হায়দারাবাদের এই রেস্তোরাঁ!

সম্প্রতি প্যারাডাইস ফুড কোর্ট এক টুইটে এই দারুণ খবর শেয়ার করেছেন গ্রাহকদের সঙ্গে।

বিভিন্ন ধরনের বিরিয়ানির পাশাপাশি, প্যারাডাইস ফুড কোর্টে নানা রকমের স্যুপ, কাবাব এবং চিনা খাবারও পাওয়া যায়।

Dating App
শেয়ার করুন »

মন্তব্য করুন »