বার্তাবাংলা ডেস্ক »

ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শরীয়তপুরে তিন দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক কাজী আবু তাহের এ মেলার উদ্বোধন করেছিলেন।

বইমেলায় পঙ্খিরাজ, বিজ্ঞান ও সাহিত্যচর্চা কেন্দ্র, গ্রন্থ কুটির, শিশু গ্রন্থ কুটিরসহ ১০টি স্টল ও অন্যান্য ২০টি স্টল বসে। শরীয়তপুরের স্থানীয় লেখকদের বই এবারের মেলায় প্রাধান্য পায়। প্রায় অর্ধশতাধিক লেখকের শতাধিক বই মেলায় প্রদর্শন ও বিক্রি করা হয়।

তিন দিনব্যাপী এ মেলায় স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকে পরিপূর্ণ ছিল। এছাড়া মেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ জানার জন্য ‘রক্তের সন্ধানে শরীয়তপুর’ নামে একটি স্টল বসে।

শরীয়তপুর সাহিত্য পরিষদের সদস্য, স্থানীয় সাহিত্য পত্রিকা ভাবনার কাশবনের সম্পাদক কবি এসএম শফিকুল ইসলাম স্বপন বলেন, বিচারিক আদেশসহ সব স্তরে বাংলা ভাষা চালু হওয়া উচিত। কবি-সাহিত্যিকদের এ মিলনমেলায় কবি-সাহিত্যিকদের সম্মাননা দেওয়া উচিত।

প্রশাসন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য স্থানীয় লেখকদের বই কিনে উৎসাহিত ও আর্থিক সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »