বার্তাবাংলা ডেস্ক »

gp oparatorবার্তাবাংলা ডেস্ক :: দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) নিলামে অংশ নিয়ে প্রতি মেগাহার্টজ ২ কোটি ১০ লাখ ডলারে ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ নিয়েছে।

দেশের চারটি বেসরকারি মোবাইল ফোন অপারেটর রোববার সকালে রাজধানীর রুপসী বাংলা হোটেলে এ নিলামে অংশ নেয়।

নিলামে ১০ মেগাহার্টজ তরঙ্গের জন্য প্রথম বিডে গ্রামীণ ফোন ছাড়া আর কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। সেই দামে অন্য কোনো অপারেটরও ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে রাজি হয়নি।

বাংলালিংক, এয়ারটেল ও রবি প্রত্যেকে ৫ মেগাহার্টজ করে তরঙ্গ বরাদ্দ নিয়েছে।ফলে নিলামে অংশ নেয়া চারটি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবির মিলে ২৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেলো।

বাকি ১৫ মেগাহার্টজ তরঙ্গ এখনো বিক্রি হয়নি।

৪ হাজার ৮১ কোটি টাকার বিনিময়ে ৪টি ব্লক বিক্রয় হয়েছে। তবে ৩টি ব্লক এখনো অবিক্রিত রয়েছে।

নিলামে গ্রামীণফোন ৪ ও ৫ নম্বর ব্লক, এয়ারটেল ৬ নম্বর, রবি ৭ নম্বর ও বাংলালিংক ৮ নম্বর ব্লক বরাদ্দ পেয়েছে।

১,২ ও ৩ সংরক্ষিত রয়েছে।

নিলামে একটি করে টেবিল রাখা হয় প্রত্যেক অপারেটরের জন্য। চার অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সরকারি অপারেটর টেলিটক উপস্থিত থাকলেও তারা নিলামে নতুন করে তরঙ্গ বরাদ্দ নেয়নি।

নিলামের সময় টেলিযোযোগমন্ত্রী সাহারা খাতুন, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি উপস্থিত ছিলেন।

তরঙ্গ নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের জন্য মূল্য নির্ধারণ করা হয় ২০ মিলিয়ন ডলার। ২১০০ ব্যান্ডের ৪০ মেগাহার্টজ তরঙ্গ  নিলামের জন্য বরাদ্দ রাখা হয়।

প্রথম ফেইজে দুটি ব্লকে ৫ মেগাহার্টজ করে মোট ১০ মেগাহার্টজ নিলাম হয়। নিলামের শুরুতে বিটিআরসি ২১ মিলিয়ন ডলারের (প্রতি মেগাহার্টস) ডাক দেয়।

দেশের ছয়টি অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে। চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।

অপারেটররা ১৫ বছরের জন্য থ্রিজি লাইসেন্স পাচ্ছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »