মালয়েশিয়া ব্যুরো :: হাতে লেখা পাসপোর্ট নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন মালয়েশিয়ায় কর্মরত লাখ লাখ বাংলাদেশি। ২০১৪ সালের মার্চ মাসের পর থেকে হাতে লেখা এমন পাসপোর্ট আর গ্রহণ করবে না সে দেশের সরকার। অথচ শ্রমিকদের মেশিন রিডেবল পাসপোর্ট দিতে ধীর গতিতে এগুচ্ছে সরকার।
মালয়েশিয়াতে কাজ করছেন প্রায় ১০ লাখ বাংলাদেশি। এদের অধিকাংশের পাসপোর্টই হাতে লেখা। অথচ ২০১৪ সালের মার্চের পর থেকে হাতে লেখা পাসপোর্টে ভিসা দেবে না মালয়েশিয়া সরকার। ফলে অনিশ্চয়তায় ভুগছেন সেখানে কর্মরত বাংলাদেশিরা।
মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার আওতায় ২০১১ সালে বৈধতা পেয়েছেন আড়াই লাখ বাংলাদেশি শ্রমিক। এর আগে থেকেই সেখানে বৈধভাবে কাজ করছেন প্রায় ৫ লাখ শ্রমিক।
জনবল সংকট এবং কারিগরি জটিলতার কারণে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষে এতো মেশিন রিডেবল পাসপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত একেএম আতিকুর রহমান।
একই বক্তব্য প্রবাসীকল্যাণ মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনও। তিনি বলেন, নতুন পাসপোর্ট দেয়ার প্রক্রিয়া সহজিকরণের প্রস্তুতি চলছে। তবে এই প্রক্রিয়ায় কিছুটা দেরি হলে মালয়েশিয়া সরকারের কাছ থেকে কিছুটা সময় পাওয়া যাবে বলে আশাবাদী প্রবাসী কল্যাণ মন্ত্রী।
