নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।

শুক্রবার (২৬ জুলাই) তাদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরি। এতে স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।
অনুষ্ঠান শুরুতে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে শহিদ এবং সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শোকাবহ ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: নিহতদের স্মরণে কানাডায় দোয়া মাহফিল
প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশের ক্রম-বর্ধমানঅর্থনীতি, দ্রুত বিকাশমান শিল্প ও সেবাখাত, তরুণ জনগোষ্ঠী, পরিশ্রমী এবং মেধাবী শ্রমের সহজলভ্যতা, দ্রুত-প্রসারমান প্রযুক্তি-সামর্থ্যসহ প্রাসঙ্গিক বিষয়গুলো উল্লেখ করেন। তিনি অর্থনীতির চাকা সচল রাখার নিমিত্তে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।