
ইরানের আলোচিত চলচ্চিত্র নির্মাতা, সম্পাদক ও অভিনেত্রী মিনা মাশহাদি মাহদিকে গ্রেপ্তার করেছে তেহরানের ইসলামিক প্রজাতন্তের গোয়েন্দা সংস্থা। গ্রেপ্তারের তিনদিন পরও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মানবাধিকার সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইয়াজদের বাসিন্দা ও তেহরানে বসবাসকারী ৪৬ বছর বয়সী অভিনেত্রী মাশহাদিকে গত ২২ জুলাই গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগের তথ্য না জানিয়েই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।
এ ঘটনায় অভিনেত্রীর স্বামী নির্মাতা হাসান নাক্কাশি গত ২৩ জুলাই জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা সন্ধ্যার দিকে তার স্ত্রী অভিনেত্রী মাশহাদিকে ছেড়ে দেবে বলে নিয়ে গেছেন। কিন্তু এখন পর্যন্ত বাসায় ফিরেননি তিনি এবং এ ব্যাপারে কোনো তথ্যও জানানো হয়নি।
প্রসঙ্গত, অভিনেত্রী ও নির্মাতা মাশহাদি একজন পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র নির্মাতা, চলচ্চিত্র সম্পাদক ও অভিনেত্রী। তার কাজের মধ্যে রয়েছে ‘ডেজার্ট অব বিলিফ’, ‘বায়ু’, ‘নৌ জালালউদ্দিন’, ‘ডিলিউশন’, ‘হোয়ার দ্য উইন্ড ব্লোজ’, ‘ম্যানচেস্টার কার্গো’ ও ‘গোসান’। ইরানি চলচ্চিত্রে অবদানের জন্য বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এ তারকা।

