অজ্ঞাত আশ্রয়হীন এক মানসিক বিকারগ্রস্ত যুবকের পূনর্বাসনের ব্যবস্থা করে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।

শনিবার(০১ জুন) রাতে মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার থেকে শারীরিক ও মানসিক অসুস্থ এই যুবককে উদ্ধার করে অশ্রয়ের ব্যবস্থা করেন ইউএনও। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহের সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে হাতিরদিয়া বাজারের একটি ব্যস্ত সড়কে জনসাধারণের চোখে পড়ে এক অজ্ঞাত, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক পরে আছে। নোংরা ও অসুস্থ অবস্থায় পড়ে থাকায় সেই যুবকের দিকে কেউ সাহায্যের হাত বাড়াননি। অনেকে পাশ কাটিয়ে গিয়েছেন, কেউবা বিস্ময়ে তাকিয়ে থেকেছেন। পরে সংবাদ পেয়ে মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা নিজে যুবকটি’র খোঁজে বের হন। ঘটনাস্থলে পৌঁছে নিজ হাতে যুবকটিকে রাস্তা থেকে উদ্ধার করেন তিনি।
পরে নিজ উদ্যোগে তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান স্থানীয় হাসপাতালে। চিকিৎসার যাবতীয় খরচও বহন করেন তিনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহের সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয়রা একজন ইউএনও’র এরূপ মানবতার পরিচয় পেয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে। করেছেন তার জন্য দোয়া।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অনুভূতি প্রকাশ করে জানান, ‘এমন মানবিক কর্মকান্ড সমাজকে সুন্দর করে তোলে। সমাজের অসুন্দর দূর করে। ইউএনও’র এমন উদ্যোগে একটি আশ্রয়হীন জীবন পেলো ঠিকানা। একজন সরকারি কর্মকর্তা হয়েও মানবিক দায়িত্বে যে কতটা আন্তরিকভাবে কাজ করা যায়, তার উজ্জ্বল উদাহরণ হয়ে রইল এই ঘটনা’। সৃষ্টিকর্তা ওনাকে এইরকম ভালো কাজ করার জন্য দীর্ঘজীবী করুক।
মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন,”মানুষ হিসেবে আমাদের প্রথম পরিচয় মানবতা। এই যুবকের কোনো নাম-পরিচয় না থাকলেও, সে আমাদের সমাজেরই একজন। তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায় ফেলে রাখা। ধারণা করছি তাকে কেউ হয়তো রাস্তায় ফেলে রেখে চলে গেছে। বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মনোহরদীর সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে তাকে এম্বুলেন্স যোগে ময়মনসিংহের ধলা ত্রিশালে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।
একটি সমাজ তখনই সুন্দর হয়, যখন নেতৃত্বে থাকেন হৃদয়বান ব্যক্তি। ইউএনও’ র এরূপ মানবিক কাজের মধ্যদিয়ে এমনই এক দৃশ্যের স্বাক্ষী হলো মনোহরদীর মানুষ।