আমীর হোসেন »

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৩৫১ জন। এপর্যন্ত পুরুষ ৩৩৮৭ ও মহিলা ৯২৯ জন মারা গেছেন।

মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৩৯ জন। মোট সুস্থ্য হয়েছেন ২ লাখ ১১ হাজার ১৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৮ শতাংশ । গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.১৩ শতাংশ।

মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন মহিলা । সবাই মারা যান হাসপাতালে। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ২৪ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

শেয়ার করুন »

মন্তব্য করুন »