ইয়াসমিন লিপি »

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি ছাগলের কাছে কুপোকাত হয়েছে পুলিশ। একটি ছাগল পেট্রোল কারে উঠে তছনছ করেছে সব। এরপর গাড়িতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র চিবিয়ে তার সর্বনাশ ঘটিয়ে দিয়েছে।

এ সময় এক পুলিশ কর্মকর্তা তার কাছ থেকে ওই কাগজ উদ্ধারে এগিয়ে গেলে তাকে গুঁতো মেরে মাটিতে ফেলে দিয়েছে। এটা শুধু খবর হলে হয়তো বলতে পারতেন- গুজব। কিন্তু বিষয়টির ভিডিওচিত্র প্রমাণ করে, এটা গুজব নয়।

বাস্তব। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল।

শেয়ার করুন »

মন্তব্য করুন »