রাজন মিত্র »

হাঙর কামড়ে ধরলে ভয়ে চিৎকার করাটাই স্বাভাবিক। এমনকি দ্রুত পানি থেকে উঠে আসার চেষ্টা করতে কিংবা অন্যের সাহায্য চাওয়ার ঘটনা বিরল নয়।

তবে হাঙরের দ্বারা আক্রান্ত হওয়ার পর কেউ সেই হাঙরকে শান্তভাবে কোলে তুলে নিয়ে পানি থেকে উঠে আসার কথা শুনেছেন? এমনই এক ভিডিও ধরা পড়ল এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জেনসন সৈকতে গোসলের সময় এক ব্যক্তির হাত হাঙর কামড়ে ধরে। বুঝতে পেরেই তিনি পানি থেকে উঠে আসেন।

ওই সময় তার মধ্যে কোনো আতঙ্কের ছাপ দেখা যায়নি। হাত কামড়ে ধরে থাকা হাঙরটিকে এক রকম কোলে করেই তুলে নিয়ে আসেন তিনি।

পানি থেকে উঠে এসে ওউ যুবক হাঙরটিকে হাত থেকে ছাড়ানোর জন্য সাহায্যের অপেক্ষা করেন। সাহায্যকারী আসার পর তার হাত থেকে হাঙরটিকে ছাড়াতে মোট সময় লাগে ৪৫ মিনিট। ততক্ষণ পর্যন্ত তিনি এক প্রকার নির্লিপ্ত অবস্থায় ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী সেই ঘটনা ক্যামেরাবন্দি করে ইউটিউবে আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, হাঙরটি বেশ ছোট আকারের। এটি নার্স শার্ক নামে পরিচিত। এগুলো আকারে ছোট হয়। তবে আক্রমণ প্রবণতার দিক থেকে এগুলো হাঙরদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। যে ব্যক্তিকে হাঙরটি আক্রমণ করেছিল, তার নাম অবশ্য জানা যায়নি।

তবে তার এ ধরনের সাহসিকতার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

দেখুন সেই ভিডিও

শেয়ার করুন »

মন্তব্য করুন »