মোহাম্মদ কামরুজ্জামান »

ফ্রান্সের সাপ্তাহিক রম্য পত্রিকা চার্লি এবদোতে ফের মহানবী মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশে বাধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এ্যামানুয়েল ম্যাকরন।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘সাপ্তাহিক রম্য পত্রিকা চার্লি এবদোতে ফের মহানবী মুহাম্মদের কার্টুন প্রকাশে বাধাদানের কোনো সুযোগ নেই। তাছাড়া ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।’ লেবানন সফরকালে ম্যাকরণ আরো বলেন, ‘সবার প্রতি শ্রদ্ধা দেখানো ফ্রান্সের নাগরিকদের উচিত এবং যেকোনো ঘৃণ্য কথা পরিহার করে চলা জরুরি।’

তিনি আরো বলেন, ‘সাংবাদিক বা নিউজরুমের সম্পাদকীয় বিচার করা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির দায়িত্ব নয়। আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি।’

গতকাল মঙ্গলবার চার্চি এবদো রম্য পত্রিকা ফের মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে। ২০১৫ সালের ৭ জানুয়ারিতে মহানবীর কার্টুন প্রকাশের কারণে পত্রিকার অফিস লক্ষ্য করে হামলা হয় এবং এতে ১২ জন নিহত হয়। বুধবার থেকে ওই হামলায় অভিযুক্ত ১৪ ফরাসি নাগরিকের বিচারকার্য শুরু হওয়ার কথা আছে।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রকাশিত চার্লি এবদো পত্রিকার সম্পাদকীয়তে সম্পাদক লোরেন্ট সোরিস লেখেন, ‘আমরা কখনো আত্মসমর্পণ করব না।’ তিনি আরো লিখেন, ‘আমরা ফের কার্টুন প্রকাশ করব। আমাদের দৃষ্টিকোণে জানুয়ারির হামলায় অভিযুক্তদের বিচার শুরু হওয়ার সঙ্গে এখন তা শুরু করাও জরুরি।’

উল্লেখ্য, ২০০৬ সালে চার্লি হেবদো পত্রিকায় মহানবী মুহাম্মদ (সা.)-এর ১২টি কার্টুন প্রকাশিত হয়। মহানবীকে ব্যঙ্গ করে আঁকা কার্টুনের প্রতিবাদ করে বিশ্বের সব মুসলিম।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন »

মন্তব্য করুন »