ফারজানা তন্বী »

ভেনিস হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব। সিনেমা দুনিয়ার সবচেয়ে প্রাচীন ভেনিস চলচ্চিত্র উৎসব। সব স্থবিরতা ভেঙে দিয়ে শুরু হয়ে গেছে এবারের উৎসব। সেই আয়োজনের মধ্যে দিয়ে বিনোদন দুনিয়া ফিরছে আপন আলোয়।

পর্দা উঠলো ৭৭তম ভেনিস চলচ্চিত্র উৎসবের। আর বদলে যাওয়া সময়ে, তারকাদের দেখা গেল মাস্ক পরেই রেড কার্পেটে হাঁটতে। করোনা, তাই আয়োজনে দর্শক থাকছে না। কম সংখ্যক তারকা নিয়ে কঠোর স্বাস্থ্য সতর্কতার মধ্যে বসেছে এই চলচ্চিত্র উৎসব। স্বাস্থ্যবিধি মেনে রেড কার্পেটে গ্ল্যামার ছড়ায় তারকারা।

এবারের আসরে প্রধান বিচারক অস্ট্রেলিয়ার অভিনয় শিল্পী কেট ব্ল্যানচেট। ব্রিটিশ তারকা টিল্ডা সুইন্টন পান আজীবন সম্মাননা।

এর আগে করোনার কারণে কান চলচ্চিত্র উৎসব বাতিল হয়। করোনা মহামারীর এ সময় ভেনিস চলচ্চিত্র উৎসবই সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎসব। উৎসবের প্রথম দিন দেখানো হয় ‘দ্য টাইস’।

এবারের উৎসবে সেরা পুরস্কার- গোল্ডেন লায়নের জন্য লড়বে ১৮টি চলচ্চিত্র। ১২ই সেপ্টেম্ব পর্যন্ত চলবে ৭৭তম ভেনিস চলচ্চিত্র উৎসব। গতবার উৎসবের সর্বোচ্চ পুরস্কার জেতে ‘জোকার’।

শেয়ার করুন »

মন্তব্য করুন »