প্রায় ছয় মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। আজ সকাল থেকেই ‘নবাব এলএলবি’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
মার্চে ঘোষণা হয়েছিলো অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির ঘোষণা। ২৮ মার্চ থেকে শুটিং শুরুর কথা ছিলো। আরও কথা ছিলো ছবিটি রোজার ঈদে মুক্তি পাবে। কিন্তু মাঝে দিয়ে করোনা এসে সব এলোমেলো করে দিলো। স্থগিত হয়ে যায় ছবিটির শুটিং। অবশেষে শুরু হয় ছবিটির শুটিং। আজ শাকিব খান সেই ছবির শুটিং-এ অংশ নিয়েছেন। টানা বেশ কিছু দিন এ ছবির শুটিং করবেন শাকিব খান। ছবিতে একজন আইনজীবির ভূমিকায় দেখা যাবে তাকে।
আট বছর পর বড় বাজেটের ‘নবাব এলএলবি’ সিনেমা দিয়ে দ্বিতীয় বারের মতো নাম্বার ওয়ানের সাথে জুটি গড়বেন নাম্বার ওয়ান নায়িকা মাহি। তাদের সাথে আছেন আরেক উঠতি ড্রিমার অর্চিতা স্পর্শিয়া। এর আগে ভালবাসা আজকাল নামে একটি সিনেমায় পর্দার প্রেমে মজেছিলেন ঢালিউডের এই দুই শীর্ষ অভিনেতা-অভিনেত্রী।